সাদেক উজ্জামান, Sadek Uz Zaman, proggapath, progga, bangla literature, প্রজ্ঞাপাঠ, বাংলা সাহিত্য, Art and literature, silpo-sahityo, শিল্প-সাহিত্য, bangla kobita, Guccho kobita, গুচ্ছ কবিতা

গুচ্ছ কবিতা

০ মন্তব্য দর্শক

১.

বরাবর আকাশ লিখেছি চিঠি এক

পৌঁছে দিতে মোর ফরিয়াদ খোদার কাছে

অন্ধকারে ছেয়ে গেল পুরো আকাশ

বিক্ষত হৃদয়ে তারে মোর কিইবা বলার আছে

এমনিই আমার হয়না কবুল দোয়া,

তার উপরে সেই চিঠিটা গেল খোয়া।

 

২.

দূরবীন, দূরবীন আছে চেয়ে আকাশপানে

চোখ রেখে তাতে আমি বুঁজে রই

দেখা দেয় সেথা অমরত্ব প্রেম

দেখিনা তা, পৃথিবীর প্রেমে আমি গুঁজে রই

অযোগ্য এ প্রেমিক সারথি, বুকে বাঁধা মোর শিকল

এই হৃদয়ে এসে প্রণয়ের নাম, সংজ্ঞা হয়েছে বিকল।

 

৩.

উঠেছে রঙিন হাওয়া, পাল উড়ে যায়, যায় উড়ে

নদীর ধারায় হাতছানিতে ডাকছে আমায় কে ওরে

স্রোতের টানে জীবন হারা নৌকা আমার বাঁধন ছাড়া

এখন কি আর ফিরতে পারি, পাড়ি যে মোর অনেক দূরে!

 

৪.

গভীর দিনের অন্ধকারে চলছি পথিক হয়ে

পথ চিনি না, ঘাট চিনি না, অচিন সংজ্ঞা বয়ে

কেউ বলে মোর সামনে বিপদ, রাত্রি অনাগত

কেউ বলে তুই যা থেমে ক্ষণ রাত্রি নামার ভয়ে।

সর্ব্বশেষ প্রকাশিত

গুচ্ছ কবিতা

দর্শক

১.

বরাবর আকাশ লিখেছি চিঠি এক

পৌঁছে দিতে মোর ফরিয়াদ খোদার কাছে

অন্ধকারে ছেয়ে গেল পুরো আকাশ

বিক্ষত হৃদয়ে তারে মোর কিইবা বলার আছে

এমনিই আমার হয়না কবুল দোয়া,

তার উপরে সেই চিঠিটা গেল খোয়া।

 

২.

দূরবীন, দূরবীন আছে চেয়ে আকাশপানে

চোখ রেখে তাতে আমি বুঁজে রই

দেখা দেয় সেথা অমরত্ব প্রেম

দেখিনা তা, পৃথিবীর প্রেমে আমি গুঁজে রই

অযোগ্য এ প্রেমিক সারথি, বুকে বাঁধা মোর শিকল

এই হৃদয়ে এসে প্রণয়ের নাম, সংজ্ঞা হয়েছে বিকল।

 

৩.

উঠেছে রঙিন হাওয়া, পাল উড়ে যায়, যায় উড়ে

নদীর ধারায় হাতছানিতে ডাকছে আমায় কে ওরে

স্রোতের টানে জীবন হারা নৌকা আমার বাঁধন ছাড়া

এখন কি আর ফিরতে পারি, পাড়ি যে মোর অনেক দূরে!

 

৪.

গভীর দিনের অন্ধকারে চলছি পথিক হয়ে

পথ চিনি না, ঘাট চিনি না, অচিন সংজ্ঞা বয়ে

কেউ বলে মোর সামনে বিপদ, রাত্রি অনাগত

কেউ বলে তুই যা থেমে ক্ষণ রাত্রি নামার ভয়ে।

সর্ব্বশেষ প্রকাশিত