Dewal, দেওয়াল, মঈনুল হোসেন ফাহাদ, Moynul Hossen Fahad, proggapath, progga, bangla literature, প্রজ্ঞাপাঠ, বাংলা সাহিত্য, Art and literature, silpo-sahityo, শিল্প-সাহিত্য, কবিতা, বাংলা কবিতা, poem, bangla poem,

দেওয়াল

০ মন্তব্য দর্শক

মনে হয় পারবো না,
একটা দ্বন্দ্ব নিজের সাথেও আজকাল দৃশ্যমান।
বুঝতে পারি চাওয়া কিছু পাওয়া ওতটা সহজ না
আবার সহজে পেলে— কিছুই সৌন্দর্য বা গুরুত্ব ধরে রাখতে পারে না।
যে নদী বয়ে গেছে, সকলে ছিল তাকিয়ে।
মরে যাওয়া নদীর দিকে— আফসোসে কেউ তাকায় না।
জানি তোমার ভালোবাসা নড়বড়ে,
কৌতূহল সবটা ফুরিয়ে গেলে— ফিরে তাকাবে না।
আমি এটাও জানি তোমার কাছাকাছি যাওয়া হবে না,
কোথাও আমি যেন চার দেওয়ালে— অদৃশ্য সব বাঁধায়— হারাচ্ছি সুখের দিনকাল!

সর্ব্বশেষ প্রকাশিত

দেওয়াল

দর্শক

মনে হয় পারবো না,
একটা দ্বন্দ্ব নিজের সাথেও আজকাল দৃশ্যমান।
বুঝতে পারি চাওয়া কিছু পাওয়া ওতটা সহজ না
আবার সহজে পেলে— কিছুই সৌন্দর্য বা গুরুত্ব ধরে রাখতে পারে না।
যে নদী বয়ে গেছে, সকলে ছিল তাকিয়ে।
মরে যাওয়া নদীর দিকে— আফসোসে কেউ তাকায় না।
জানি তোমার ভালোবাসা নড়বড়ে,
কৌতূহল সবটা ফুরিয়ে গেলে— ফিরে তাকাবে না।
আমি এটাও জানি তোমার কাছাকাছি যাওয়া হবে না,
কোথাও আমি যেন চার দেওয়ালে— অদৃশ্য সব বাঁধায়— হারাচ্ছি সুখের দিনকাল!

সর্ব্বশেষ প্রকাশিত