০
তারা বলে— সকলের উচিত নিজেকে দেখা
তারপর তারা অন্যকে দেখে
যতটুকু সুযোগ হয় তাচ্ছিল্য রেখে চোখে
অবস্থান
নৈকট্য
তারা মাপে নিজেদের ভিন্ন এক চাওয়ায়।
তারপর জানা হয়
তাদের চাওয়া কেবল অন্যের থেকে পাওয়া
এই সহজ সত্য লুকিয়ে রাখতে—
কেবল অভিনয় করা লাগে
যে সবচেয়ে বেশি নিখুঁত অভিনয় করে
আমরা তাকে নিজের ভেবে ভুল করি!