০
কথা থাকলো কেবল
বাকিসব যেভাবে যাওয়ার গেছে
সবকিছুই কেবল যেন যেতে হবে দেখে— যাচ্ছে।
বলা হয় না আর কিছুই
সন্ধ্যা নামলে আজকাল কেমন যেন বিষন্নতা
কোথাও একটা পুরনো ঘর
দাঁড়িয়ে আছে
কিন্তু আলো নেই
নেই কোলাহল।
তোমার সুখ কোথায়— তুমি জানো
সেজন্য আমাকে সহজে দূরে রাখো
দেখলাম এই পথ তোমার একার
আমি অপেক্ষা করতে পারি না।