Kotho pakhir jibon, কোথাও পাখির জীবন, মঈনুল হোসেন ফাহাদ, Moynul Hossen Fahad, proggapath, progga, bangla literature, প্রজ্ঞাপাঠ, বাংলা সাহিত্য, Art and literature, silpo-sahityo, শিল্প-সাহিত্য, কবিতা, বাংলা কবিতা, poem, bangla poem

কোথাও পাখির জীবন

০ মন্তব্য দর্শক

কোথাও পাখির জীবন, জলে ভাসে
পাতা এবং ভাসে আমার প্রতিচ্ছবি।
মেঘলা দিনে— থেমে থেমে নামা বৃষ্টির জল,
উঠোনে থাকা ঝরা পাতা এবং
বরই গাছে থাকা পাখির বাসা—
কল্পনা করো, কিছু দেখো?
এমন জীবন ছেড়ে
যে দাঁড়িয়ে আছে ধুলোবালি মাখা পথে—
সে সুখে থাকবে কীভাবে?
আমিই সে— যে দুঃখের দিনে মায়া দেখায়,
সুখের দিনে একা ছেড়ে দেয় সবাইকে।
তোমাকে এভাবে দেখতে হবে—
কার চোখের বিনয় দীর্ঘস্থায়ী।

 

সর্ব্বশেষ প্রকাশিত

কোথাও পাখির জীবন

দর্শক

কোথাও পাখির জীবন, জলে ভাসে
পাতা এবং ভাসে আমার প্রতিচ্ছবি।
মেঘলা দিনে— থেমে থেমে নামা বৃষ্টির জল,
উঠোনে থাকা ঝরা পাতা এবং
বরই গাছে থাকা পাখির বাসা—
কল্পনা করো, কিছু দেখো?
এমন জীবন ছেড়ে
যে দাঁড়িয়ে আছে ধুলোবালি মাখা পথে—
সে সুখে থাকবে কীভাবে?
আমিই সে— যে দুঃখের দিনে মায়া দেখায়,
সুখের দিনে একা ছেড়ে দেয় সবাইকে।
তোমাকে এভাবে দেখতে হবে—
কার চোখের বিনয় দীর্ঘস্থায়ী।

 

সর্ব্বশেষ প্রকাশিত