০
কোথাও পাখির জীবন, জলে ভাসে
পাতা এবং ভাসে আমার প্রতিচ্ছবি।
মেঘলা দিনে— থেমে থেমে নামা বৃষ্টির জল,
উঠোনে থাকা ঝরা পাতা এবং
বরই গাছে থাকা পাখির বাসা—
কল্পনা করো, কিছু দেখো?
এমন জীবন ছেড়ে
যে দাঁড়িয়ে আছে ধুলোবালি মাখা পথে—
সে সুখে থাকবে কীভাবে?
আমিই সে— যে দুঃখের দিনে মায়া দেখায়,
সুখের দিনে একা ছেড়ে দেয় সবাইকে।
তোমাকে এভাবে দেখতে হবে—
কার চোখের বিনয় দীর্ঘস্থায়ী।