আহম্মেদ কাওসার (নব ধূমকেতু) ৩১ অক্টোবর ১৯৯৬ ইং জামালপুর জেলার মেলান্দহ উপজেলাধীন ঐতিহ্যবাহী পশ্চিম আদ্রা গ্রামের এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা- ফারুক হোসাইন (তোতা) মাতা- কামরুন্নাহার পারিবারিক অবস্থা – দুই ভাইয়ের মধ্যে তিনিই বাবা মায়ের প্রথম সন্তান।২০০৩ সালে পশ্চিম আদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তার শিক্ষা জীবন শুরু হয়। ২০১৩ সালে আদ্রা আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয় থেকে (এসএসসি) এবং ২০১৫ সালে হাজরাবাড়ি সিরাজুল হক ডিগ্রি কলেজ থেকে (এইচএসসি) পাস করেন। বর্তমান তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন। ছোটবেলা থেকেই তার লেখনি জীবনের হাতেখড়ি। মূলত তিনি একজন সাহিত্যপ্রেমী বলতে গেলে প্রায় নিভৃতেই চলে তার সাহিত্য সাধনা। প্রকাশিত গ্রন্থ প্রলয়াগ্নি, জীবনের অধ্যায় ,সনেটের স্লোগান।কবি আহম্মেদ কাওসার ২০২১ সালে শূন্যদশকের কবি সাহিত্যিক বাংলাদেশ এর আজীবন সদস্য হিসাবে নির্বাচিত এবং জামালপুর জেলা শাখা সভাপতি নির্বাচিত হয়।
ওগো পৃথিবী, তোমার বিস্তৃত আকাশের নিচে দাঁড়িয়ে প্রশ্ন করি— আমি বিদ্রোহ করি বলেই কি আমি প্রেমিক নই? আমার কলমের প্রতিটি শব্দে যেখানে ভালোবাসার অনুরণন, তোমরা তা কেন বিদ্রোহের শ্লোগান বলে …