আল মাহমুদ (১৯৩৬–২০১৯) বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি, যিনি তার অনন্য বাচনভঙ্গি ও রচনাশৈলীর জন্য সমকালীন কবিদের মধ্যে অসাধারণ স্থান দখল করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার মোড়াইল গ্রামে জন্ম নেওয়া এই গুণী লেখক একাধারে কবি, সাংবাদিক, ঔপন্যাসিক, শিশুসাহিত্যিক ও প্রাবন্ধিক। তার উল্লেখযোগ্য কবিতার বইগুলোর মধ্যে রয়েছে ‘সোনালি কাবিন’, ‘উড়ালকাব্য’, ‘কবিতাসমগ্র’, এবং ‘আল মাহমুদের শ্রেষ্ঠ কবিতা’।
আল মাহমুদ স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট, জাতীয় রাজনীতি ও সমাজ জীবনের দ্বন্দ্ব নিয়ে রচনা করেছেন ‘লোক লোকান্তর’, ‘মায়াবী পর্দা দুলে ওঠো’, ‘বখতিয়ারের ঘোড়া’-এর মতো অমর গ্রন্থ। তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক সহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন। শিল্পকলা একাডেমির পরিচালক ও দৈনিক গণকণ্ঠ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি পরলোকগমন করেন।