অন্তর চন্দ্র মূলত কবিতা, গদ্য ও প্রবন্ধ লেখেন। জন্ম ২০০৫ সালের ১লা ফেব্রুয়ারি, কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার শান্ত নিভৃত এক গ্রামে, যা পরিচিত সুরেশ মাস্টারের গ্রাম নামে। মা-বাবার প্রথম সন্তান অন্তর, ছোট এক ভাই রয়েছেন যিনি বর্তমানে নারায়ণগঞ্জে বসবাস করেন।
অন্তরের বাবা শ্রী পরিমল চন্দ্র বর্মণ এবং মা শ্রীমতি জ্যোতি রাণী গত দশ বছর ধরে নারায়ণগঞ্জে একটি ছোট চাকুরিতে কর্মরত। তবে অন্তর চন্দ্র একাই থাকেন পৈতৃক বাড়িতে। কবিতা যেন তার নিত্যসঙ্গী। শব্দের দোলনায় ভেসে বেড়াতে বেড়াতে কখনো কবিদের আড্ডায়, কখনো সাহিত্যের রাজ্যে তিনি ডুবে থাকেন।
ছোটবেলা থেকেই কবিতার প্রতি তার গভীর টান। এর পাশাপাশি গান লেখার চেষ্টাও করেন। ইতিমধ্যেই দেশ-বিদেশের বিভিন্ন জনপ্রিয় পত্রিকায় তার লেখনী প্রকাশিত হয়েছে। এখন তার জীবন ও জগৎ কবিতার সাথে নিবিড়ভাবে মিশে গেছে।