
মানুষের মন
বলাইচাঁদ মুখোপাধ্যায় (১৮৯৯-১৯৭৯), সাহিত্যজগতে ‘বনফুল’ নামে সমধিক পরিচিত, ছিলেন এক বহুমাত্রিক স্রষ্টা—কবি, কথাশিল্পী, নাট্যকার ও প্রবন্ধকার। পেশায় চিকিৎসক হলেও তাঁর আসল সাধনা ছিল সাহিত্য, যেখানে তিনি নিখুঁত ছন্দ, স্বল্পায়তন অনুগল্প ও বহুমাত্রিক উপন্যাসের মাধ্যমে স্বতন্ত্র প্রতিভার স্বাক্ষর রাখেন। তাঁর রচনায় ফুটে ওঠে নিসর্গ, প্রেম, মনস্তত্ত্ব ও সমাজচেতনার নিবিড় সংমিশ্রণ। ছোটগল্প রচনায় তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী; ক্ষুদ্র পরিসরে গভীর মানবিক অনুভূতি ফুটিয়ে তোলার কৌশলে তিনি বাংলা সাহিত্যের অন্যতম পথিকৃৎ। ‘ভুবনসোম’ চলচ্চিত্রায়িত হওয়ার পাশাপাশি ‘অগ্নীশ্বর’, ‘জঙ্গম’ কিংবা ‘হাটেবাজারে’-র মতো উপন্যাস তাঁকে বাংলা কথাসাহিত্যের ইতিহাসে অনন্য আসন দিয়েছে। রবীন্দ্র পুরস্কার, পদ্মভূষণসহ বহু সম্মানে ভূষিত এই সাহিত্যিক তাঁর নির্মোহ দৃষ্টিভঙ্গি ও সংক্ষিপ্ত অথচ গভীর রচনাশৈলীর জন্য আজও স্মরণীয়।