
দেওয়ান মোহাম্মদ আজরফ
দেওয়ান মোহাম্মদ আজরফ (১৯০৮-১৯৯৯) ছিলেন একজন খ্যাতনামা শিক্ষাবিদ, দার্শনিক, লেখক এবং জাতীয় অধ্যাপক। ১৯০৮ সালের ১ জানুয়ারি সুনামগঞ্জ জেলার তেঘরিয়া গ্রামে মাতামহ হাসন রাজার বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি সিলেটের মুরারি চাঁদ কলেজ থেকে ডিস্টিংকশনসহ বিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে এমএ ডিগ্রি অর্জন করেন।
১৯৪৮ সালে সুনামগঞ্জ কলেজে শিক্ষকতা শুরু করেন এবং পরে বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৭ থেকে ১৯৮০ সাল পর্যন্ত তিনি আবুজর গিফারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি দর্শন ও ইসলামিক স্টাডিজ বিভাগে খণ্ডকালীন অধ্যাপক হিসেবেও কাজ করেছেন।
তিনি ভাষা আন্দোলনের সক্রিয় সমর্থক ছিলেন এবং রাজনৈতিক কর্মকাণ্ডে মওলানা ভাসানীর সমর্থক হিসেবে বিশেষ ভূমিকা পালন করেন। ১৯৪৬ সালে আসামে ১৪৪ ধারা অমান্যের কারণে কারাদণ্ড ভোগ করেন। সাহিত্য, দর্শন এবং সংস্কৃতিতে তাঁর গভীর আগ্রহ ছিল। তিনি তমদ্দুন মজলিসের আজীবন সভাপতি এবং সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
তাঁর প্রায় ৬০টি গ্রন্থ প্রকাশিত হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো তমদ্দুনের বিকাশ, ইসলাম ও মানবতাবাদ, মরমী কবি হাসন রাজা, গল্প হলেও সত্য, ভাববাদ যুগে যুগে, নয়া জিন্দেগী এবং ধর্ম ও দর্শন। তিনি স্বাধীনতা দিবস পুরস্কার, একুশে পদকসহ বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হন। ১৯৯৩ সালে তাঁকে জাতীয় অধ্যাপক পদ প্রদান করা হয়। ১৯৯৯ সালের ১ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন।