গোলাম মোস্তফা ছিলেন একজন প্রখ্যাত কবি ও লেখক। ১৮৯৭ সালে যশোর জেলার (বর্তমান ঝিনাইদহ) শৈলকুপার মনোহরপুর গ্রামে জন্ম। তাঁর পিতা গোলাম রববানী ও পিতামহ কাজী গোলাম সরোয়ার ছিলেন লোককবি। ১৯১৮ সালে তিনি কলকাতার রিপন কলেজ থেকে স্নাতক এবং ১৯২২ সালে ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ থেকে বি.টি ডিগ্রি অর্জন করেন। শিক্ষকতায় তাঁর কর্মজীবন শুরু হয় ১৯২০ সালে এবং ১৯৪৯ সালে ফরিদপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক হিসেবে অবসর নেন।
গোলাম মোস্তফা গদ্য ও পদ্যে সমান দক্ষ হলেও কবি হিসেবেই অধিক পরিচিত। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে রক্তরাগ, সাহারা, বুলবুলিস্তান, এবং অনুবাদকাব্য মুসাদ্দাস-ই-হালী বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর লেখা বিশ্বনবী গ্রন্থটি জনপ্রিয়তা অর্জন করে। গীতিকার ও গায়ক হিসেবেও খ্যাতি অর্জন করেন তিনি, বিশেষত ইসলামি ও দেশাত্মবোধক গান রচনায়। পাকিস্তান সরকারের ‘সিতারা-ই-ইমতিয়াজ’ (১৯৬০) সহ বিভিন্ন উপাধিতে ভূষিত এই কবি সহজ-সরল প্রকৃতির মানুষ ছিলেন।