proggapath, progga, bangla literature,  bangla kobita, bangla golpo,  babgla story, romantic golpo, প্রজ্ঞাপাঠ, বাংলা সাহিত্য, কবিতা, বাংলা কবিতা, প্রজ্ঞা, গল্প, বাংলা গল্প, রহস্য গল্প, রম্য রচনা, প্রবন্ধ, উপন্যাস, শিল্প-সাহিত্য, নাটক, চিঠি, patropanyas, poem, Story, golpo, bangla poem, bangla Story, Rahasya golpo, Rommo Rocona, Articles, Prabandha, Novel, Upanyas, Drama, Natok, Letter, Cithi, Art and literature, silpo-sahityo, জয় দীপ্ত চক্রবর্ত্তী, Joy Dipto Chakraborty,

জয় দীপ্ত চক্রবর্ত্তী

জয় দীপ্ত চক্রবর্ত্তী মূলত কবি—কবিতাই তার আশ্রয়, তার ভাষা, তার বেঁচে থাকার অনুষঙ্গ। ২০০০ সালে চট্টগ্রামের এক ছোট্ট গ্রামে জন্ম নেওয়া জয় শৈশবে হয়তো জানতেন না, শব্দের ভেতর লুকিয়ে থাকে এক বিশাল মহাবিশ্ব, যেখানে তিনি একদিন বসত গড়বেন।

কবিতার প্রতি তার প্রথম টান অনুভূত হয় বরিশাল ব্রজমোহন কলেজে স্নাতক পাঠকালীন, ২০১৮ সালে। ইংরেজি সাহিত্যের ছাত্র হিসেবে সাহিত্যের গভীরে প্রবেশ করতে গিয়ে তিনি আবিষ্কার করেন কবিতার জাদু। ধীরে ধীরে কবিতার সাথে তার সম্পর্ক পরিণত হয় এক গূঢ় প্রেমে—যেন শব্দেরা তার অন্তরঙ্গ সাথী, চিন্তার জগতের নির্ভরযোগ্য পথচলা।

তার কবিতা নানা মাত্রায় বিচরণ করে—প্রেম, আধ্যাত্মিকতা, মহাজাগতিকতা, অধিজৈবিকতা, সময়, জন্ম, মৃত্যু কিংবা আত্মপরিচয়ের সংকট—সবকিছুকেই তিনি নিজের অভিজ্ঞতা আর অনুভূতির আলোয় ফুটিয়ে তোলেন। মানবজীবনের গভীরতম সুরগুলোর অনুরণন পাওয়া যায় তার লেখায়, যেখানে ব্যক্তিগত হয়ে ওঠে সামষ্টিক, ক্ষুদ্র থেকে বিস্তৃত হয় বিশ্বজনীনতার দিকে।

শুধু কবিতা নয়, জয় দীপ্ত সংগীতেরও এক অনুগত অন্বেষী। গিটারের তারে তার কবিতার সুর খোঁজার চেষ্টা একসময় রেওয়াজে পরিণত হয়। শব্দ ও সুর একসূত্রে গেঁথে একদিন তিনি নিজের কবিতাগুলোকেই গানে রূপ দিতে চান, দিতে চান প্রাণের স্পন্দন।

  • বেঁচে থাকা এক দারুণ বিস্ময়

    by Proggapath

    এই আকাশ ফুঁড়ে ছুটে আসা মধ্য দুপুরের রোদ- আমার চোখ থেকে সোজা ছুটে যায় মগজের রেলিঙের পথে, আমার তীব্র যন্ত্রণা যন্ত্রণা বোধহয় হৃদয়ের কার্নিশে, ভ্যানের ঘূর্ণায়মান চাঁকা দেখে আমি জীবনের …

    0 FacebookTwitterPinterestWhatsappTelegramCopy Link