কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা ও বাংলাদেশের জাতীয় কবি। নজরুল একাধারে কবি, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, সুরকার, গায়ক ও প্রাবন্ধিক। শৈশবে দুঃখ-দুর্দশার কারণে পরিচিত ছিলেন “দুখু মিয়া” নামে। জীবনের নানা বাঁক ঘুরে করাচির সৈনিকজীবনে তার সাহিত্য প্রতিভার উন্মেষ ঘটে।
নজরুলের লেখনীতে সাম্যবাদ, মানবিকতা, প্রেম, বিদ্রোহ ও মুক্তির আহ্বান গভীরভাবে ফুটে উঠেছে। তার উল্লেখযোগ্য রচনাগুলোর মধ্যে রয়েছে দোলনচাঁপা, বিষের বাঁশি, সাম্যবাদী, প্রলয়শিখা, রিক্তের বেদন প্রভৃতি। তিনি ধূমকেতু এবং লাঙল পত্রিকার সম্পাদনার মাধ্যমে সাম্রাজ্যবাদ ও শোষণের বিরুদ্ধে কণ্ঠ তুলে ধরেন।
রবীন্দ্র-যুগে সৃষ্টিশীল হলেও তার সাহিত্য সম্পূর্ণ ভিন্নধর্মী ও স্বতন্ত্র। বহুমুখী প্রতিভার অধিকারী নজরুল বাংলা সাহিত্যে চিরস্মরণীয় হয়ে আছেন। তিনি ১৯৭৬ সালের ২৯ আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন এবং তার শৈল্পিক উত্তরাধিকার আজও সমানভাবে প্রাসঙ্গিক।