মরিয়ম জামিলা (১৯৩৪-২০১২) ছিলেন একজন বিশিষ্ট মুসলিম লেখিকা, যিনি ইসলামি চিন্তাধারা প্রচারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি ২৩ মে ১৯৩৪ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক জার্মান বংশোদ্ভূত ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পূর্ব নাম ছিল মার্গারেট মার্কাস।
শৈশব থেকেই তিনি আরব সংস্কৃতি ও ইতিহাসের প্রতি আকৃষ্ট হন। ১২ বছর বয়সে তিনি ফিলিস্তিনের শরণার্থী শিবিরের উপর ভিত্তি করে একটি গল্পগ্রন্থ রচনা করেন। যদিও তিনি সিজোফ্রেনিয়ার কারণে তাঁর আনুষ্ঠানিক শিক্ষা সম্পূর্ণ করতে পারেননি, তবুও তাঁর চিন্তাধারা এবং সৃজনশীলতা তাকে অনন্য উচ্চতায় নিয়ে যায়।
১৯৫৩ সালে ইসলাম ও কুরআনের প্রতি আগ্রহী হয়ে তিনি গভীরভাবে গবেষণা শুরু করেন। মুহাম্মদ আসাদের The Road to Mecca বইটি তাঁর জীবনে বিশেষ প্রভাব ফেলে। দীর্ঘ গবেষণার পর, ১৯৬১ সালে তিনি ইসলাম গ্রহণ করেন এবং মরিয়ম জামিলা নাম ধারণ করেন।
১৯৬২ সালে মাওলানা মওদূদীর আমন্ত্রণে তিনি পাকিস্তানে যান এবং সেখানে ১৯৬৩ সালে মুহাম্মদ ইউসুফের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পাকিস্তানে বসবাসকালে তিনি ইসলামি চিন্তাধারার গভীরে প্রবেশ করেন এবং লেখালেখি শুরু করেন।
মরিয়ম জামিলা প্রায় ৩০টি গ্রন্থ রচনা করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ইসলাম ও আধুনিকতা, পশ্চিমাকরণ এবং মানবকল্যাণ, ইসলাম বনাম পাশ্চাত্য, এবং ইসলামী সংস্কৃতি: তত্ত্ব ও প্রয়োগ। তাঁর গ্রন্থসমূহ উর্দু, বাংলা, তুর্কি, ইন্দোনেশিয়ানসহ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।
৩১ অক্টোবর ২০১২ সালে তিনি পরলোকগমন করেন।