জালাল উদ্দিন মুহাম্মদ রুমি (১২০৭–১২৭৩), প্রাচীন ফার্সি ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি, সুফি সাধক, এবং আধ্যাত্মিক দার্শনিক। ফার্সি, তুর্কি, আরবি, ও গ্রিক ভাষায় রচিত তার কবিতা বিশ্বের সাহিত্যকে গভীরভাবে প্রভাবিত করেছে। তার মহাকাব্য মসনবী ফার্সি ভাষার শ্রেষ্ঠ সাহিত্যকর্ম হিসেবে বিবেচিত। রুমি মানবাত্মার আধ্যাত্মিক পথচলা এবং ঐক্যের কথা বলেছেন, যা জাতি, ধর্ম ও ভাষার সীমা অতিক্রম করে বিশ্বজনীনতা অর্জন করেছে। তার কবিতা ও জীবনদর্শন ফার্সি, উর্দু, বাংলা সহ বহু ভাষার সাহিত্যকে সমৃদ্ধ করেছে। আজও তিনি বিশ্বজুড়ে “সর্বাধিক জনপ্রিয় কবি” হিসেবে সমাদৃত।
বলছে বাঁশি নিজের গল্প তার গাইছে সে গান বিরহ ব্যথার ঝাড় থেকে কেটে এখানে এই দূরে নারী ও পুরুষ কাঁদে আমারই সুরে আমি চাই বিচ্ছেদে বিক্ষত সেই বুকে প্রেম-বেদনার বয়ান …