মুহাম্মদ শাহেদ, ৪ ফেব্রুয়ারি ২০০৫ সালে পাবনার জেলার সাঁথিয়া উপজেলায় করমজা ইউনিয়নের সরদার-পাড়ায় জন্মগ্রহণ করেন। শৈশব কেটেছে গ্রামীণ প্রকৃতির স্নেহচ্ছায়ায়, যেখানে তিনি প্রাথমিক শিক্ষা শেষ করে গ্রামের হাই স্কুল থেকে এসএসসি সম্পন্ন করেন। জ্ঞানের সন্ধানে তিনি রাজশাহীতে পাড়ি জমান এবং সেখানে এইচএসসি শেষ করেন। তার শিক্ষাজীবনের পথচলা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হয়ে নতুন এক অধ্যায়ে প্রবেশ করে।
শৈশব থেকেই সাহিত্য, দর্শন, রাজনীতি, অর্থনীতির গভীরতায় আকৃষ্ট হয়ে তার মনোজগতে গড়ে ওঠে চিন্তার বর্ণিল জাল। গ্রামীণ জীবনের সহজ সরলতা ও নগর জীবনের বহুমাত্রিক অভিজ্ঞতা মিলে তাকে পরিণত করেছে এক মননশীল অনুসন্ধিৎসু ব্যক্তিত্বে।