
মুসা আল হাফিজ
মুসা আল হাফিজ—কবি, তাত্ত্বিক, গবেষক, সুবক্তা। শব্দ ও চিন্তার এক অমলিন সাধক, যাঁর কলমের স্রোত ছুঁয়ে যায় কবিতা, গবেষণা, অনুবাদ, কথাশিল্প, আত্মকথন ও কলামের বিস্তীর্ণ ভূমি। তরুণদের ভাবনার জগতে তিনি এক অনন্য অনুপ্রেরণা, তাঁদের চিন্তাপথের দিকনির্দেশক।
দর্শন, ইতিহাস, রাজনীতি, ধর্মতত্ত্ব, সংস্কৃতি, সীরাত ও আন্তঃসভ্যতা অধ্যয়নে তিনি একাডেমিক মননের উজ্জ্বল প্রতিভূ। তার সাহিত্য দ্রোহ ও প্রেমের গভীর প্রতিফলন, জীবন ও পরম সত্যের অনুসন্ধান, আবহমান সংস্কৃতির স্পর্শ এবং আত্মঅনুসন্ধানের দার্শনিক নিরীক্ষায় দীপ্যমান।
সুফি-ভাববাদী মুসা আল হাফিজ প্রকাশের শৈলীতে দার্শনিক, কাব্যিক মেজাজে পোস্টমডার্ন, সিম্বলিক ও সুররিয়ালিস্ট—তবে চিন্তায় তিনি পোস্ট-কলোনিয়াল। ষাটের অধিক গ্রন্থের স্রষ্টা এই মননশিল্পী ১৯৮৪ সালের ৫ অক্টোবর সিলেটের বিশ্বনাথে জন্মগ্রহণ করেন। তাঁর সৃজনশীলতা, ভাষার গভীর ব্যঞ্জনা ও চিন্তার ঔজ্জ্বল্যে বাংলা সাহিত্য ভাস্বর হয়ে উঠেছে।