
সাদেক উজ্জামান
মোঃ সাদেক উজ্জামান ছেলেবেলা থেকে লেখালেখির সাথে জড়িত। তিনি মনে করেন, এখনো তিনি প্রকৃত লেখক হয়ে উঠতে পারেন নি। তবে তিনি বিশ্বাস করেন আগামীতে তাঁর হাত ধরে উন্নতমানের লেখা আসবে, এ ব্যাপারে তিনি আশাবাদী—এবং তিনি তিনি লিখে চলেছেন।

সাদেক উজ্জামান
মোঃ সাদেক উজ্জামান ছেলেবেলা থেকে লেখালেখির সাথে জড়িত। তিনি মনে করেন, এখনো তিনি প্রকৃত লেখক হয়ে উঠতে পারেন নি। তবে তিনি বিশ্বাস করেন আগামীতে তাঁর হাত ধরে উন্নতমানের লেখা আসবে, এ ব্যাপারে তিনি আশাবাদী—এবং তিনি তিনি লিখে চলেছেন।
১. বরাবর আকাশ লিখেছি চিঠি এক পৌঁছে দিতে মোর ফরিয়াদ খোদার কাছে অন্ধকারে ছেয়ে গেল পুরো আকাশ বিক্ষত হৃদয়ে তারে মোর কিইবা বলার আছে এমনিই আমার হয়না কবুল দোয়া, তার …