
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের এক অনন্য কথাশিল্পী, যিনি বাঙালির জীবনের আনন্দ-বেদনা, প্রেম-সমস্যা ও সমাজসংকটকে তুলে ধরেছেন অপূর্ব সহানুভূতি ও সহজ ভাষায়। ১৮৭৫ সালের ১৫ সেপ্টেম্বর হুগলির দেবানন্দপুরে জন্ম নেওয়া এই লেখকের শৈশব কেটেছে দারিদ্র্য ও সংগ্রামে, কিন্তু তবুও তাঁর সৃষ্টিশক্তি থেমে থাকেনি। জীবনের নানা ঘাত-প্রতিঘাত, বিচিত্র কর্মজীবন এবং গভীর মানবিক বোধ তাঁর সাহিত্যকে করে তুলেছে সময়াতীত। দেবদাস, শ্রীকান্ত, বড়দিদি, দেনা-পাওনা প্রভৃতি তাঁর কালজয়ী রচনা পাঠকের হৃদয়ে আজও জাগায় গভীর আলোড়ন। সাহিত্যের পাশাপাশি তিনি ছিলেন রাজনীতিতেও সক্রিয়, যোগ দিয়েছিলেন অসহযোগ আন্দোলনে। তাঁর রচনাগুলি বিভিন্ন ভাষায় অনূদিত হয়ে পৌঁছে গেছে বিশ্বের নানা প্রান্তে। ১৯৩৮ সালে মৃত্যুবরণ করলেও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য আজও জীবন্ত, হৃদয়স্পর্শী ও প্রাসঙ্গিক।