শাহাদাৎ হোসেন (১৮৯৩-১৯৫৩) ছিলেন একজন প্রথিতযশা সাংবাদিক, সাহিত্যিক এবং নাট্যশিল্পী। ২৪ পরগনা জেলার পন্ডিতপোল গ্রামে জন্মগ্রহণ করা শাহাদাৎ হোসেন সাহিত্যজীবন শুরু করেছিলেন কবিতা রচনার মাধ্যমে। তবে সাহিত্যের নানা শাখায় তাঁর বিচরণ ছিল। তিনি সওগাত, সহচর, সোলতান এবং মোসলেম জগত-এ গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। ১৯৩১ সালে আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করার জন্য তিনি কারাবরণ করেন। পরবর্তীতে থিয়েটার ও অভিনয়ের সঙ্গে যুক্ত হন এবং বেশ কিছু নাটকে অভিনয় করেন। দেশবিভাগের পর তিনি ঢাকায় বেতারকেন্দ্রে কাজ শুরু করেন, কিন্তু পাকিস্তান সম্পর্কে বিরূপ মন্তব্য করার জন্য চাকরিচ্যুত হন। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলি অন্তর্ভুক্ত কাব্য মৃদঙ্গ (১৯২৮), কল্পলেখা (১৯২৯), রূপচ্ছন্দা (১৯৫০), এবং উপন্যাস সরফরাজ খাঁ (১৯১৯), হিরণলেখা (১৯২০)। মুসলমানদের ঐতিহ্য ও গৌরবময় কাহিনী তাঁর রচনায় প্রাধান্য পেয়েছে। ১৯৫৩ সালে কলকাতায় তাঁর মৃত্যু হয়।
মধুর প্রভাতে আজি অরুণ কিরণে এস নামি’ হে বসন্ত ঋতুকুলস্বামী ! উজলি’ কিরীটালোকে অন্ধকার এ বিশ্বের সীমা, কাননে, পুষ্পিত কুঞ্জে জাগাইয়া সৌরভ-মহিমা ; নন্দনের আলোক-গরিমা, মন্দাকিনী-কলগান ফুটাইয়া, জাগাইয়া এস তুমি …