শঙ্খ ঘোষ (জন্ম: ৬ ফেব্রুয়ারি, ১৯৩২) একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি, সাহিত্য সমালোচক এবং রবীন্দ্রবিশেষজ্ঞ। তাঁর প্রকৃত নাম ছিল চিত্তপ্রিয় ঘোষ। কবিতা ও সাহিত্য সমালোচনার ক্ষেত্রে তাঁর অবদান অমূল্য। ‘বাবরের প্রার্থনা’ কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন এবং ২০১৬ সালে ভারত সরকারের সর্বোচ্চ সাহিত্য সম্মান, জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’, ‘এ আমির আবরণ’, ‘উর্বশীর হাসি’, ও ‘ওকাম্পোর রবীন্দ্রনাথ’। শঙ্খ ঘোষ যাদবপুর, দিল্লি এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এবং ১৯৯২ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন। ১৯৬০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আইওয়া রাইটার্স ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।
১ মাগো, আমার মা— তুমি আমার দৃষ্টি ছেড়ে কোথাও যেয়ো না। এই যে ভালো ধুলোয় ধুলোয় ছড়িয়ে আছে দুয়ারহারা পথ, এই যে স্নেহের সুরে আলোয় বাতাস আমায় ঘর দিল রে …