সুকান্ত ভট্টাচার্য (১৯২৬–১৯৪৭) ছিলেন মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এক প্রগতিশীল কবি। তিনি ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস ছিল ফরিদপুর জেলার কোটালিপাড়ায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মন্বন্তর, ফ্যাসিবাদী আগ্রাসন ও সাম্প্রদায়িক দাঙ্গার মতো সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি কলম ধরেন।
ছাত্র আন্দোলন ও বামপন্থী কর্মকাণ্ডে যুক্ত হওয়ায় তাঁর আনুষ্ঠানিক শিক্ষা শেষ করতে না পারলেও, তিনি ১৯৪৪ সালে কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন এবং পত্রিকা দৈনিক স্বাধীনতা-র ‘কিশোর সভা’ বিভাগ সম্পাদনা করেন। সুকান্তের কবিতায় সাধারণ মানুষের জীবনসংগ্রাম, শোষণহীন সমাজ গড়ার অঙ্গীকার এবং গণমানুষের আশা-আকাঙ্ক্ষা স্পষ্টভাবে ফুটে ওঠে। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো ছাড়পত্র, পূর্বাভাস, মিঠেকড়া, অভিযান, ঘুম নেই, হরতাল প্রভৃতি।
রবীন্দ্রোত্তর বাংলা কবিতার বৈপ্লবিক ধারায় সুকান্ত ছিলেন অন্যতম পথিকৃত। মাত্র ২১ বছর বয়সে ১৯৪৭ সালের ১৩ মে কলকাতায় তাঁর মৃত্যু হয় ।