সৈয়দ আলী আহসান (১৯২০-২০০২) ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ১৯২০ সালের ২৬ মার্চ মাগুরা জেলার আলোকদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতৃমাতৃকুলের সুফি ঐতিহ্যে লালিত এই মনীষী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অধ্যয়নকাল থেকেই সাহিত্যচর্চা শুরু করেন। তিনি ব্রিটিশবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি ‘পূর্ব পাকিস্তান সাহিত্য সংসদ’ প্রতিষ্ঠা করেন। ঢাকা, করাচি, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন এবং একাধিকবার উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধকালীন কলকাতায় অবস্থান করে লেখনী ও বক্তৃতার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশ্বজনমত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি বাংলা একাডেমির পরিচালক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, এবং জাতীয় অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন। তাঁর রচিত ও সম্পাদিত উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে: “Our Heritage” (১৯৪৮), “ইকবালের কবিতা” (১৯৫২), “কবিতার কথা” (১৯৫২), “বাংলা সাহিত্যের ইতিহাস” (২০০১) এবং “বাংলাদেশী জাতীয়তাবাদ: আমাদের আত্মপরিচয়” (২০০২)।
সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পদকসহ দেশি-বিদেশি সম্মানে ভূষিত হন। ২০০২ সালের ২৫ জুলাই তিনি মৃত্যুবরণ করেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হন।