সৈয়দ আলী আশরাফ (১৯২৪–১৯৯৮) ছিলেন এক বিশিষ্ট বাংলাদেশি ইসলামী পণ্ডিত, শিক্ষাবিদ এবং সাহিত্যিক। তিনি করাচি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন এবং ইংরেজি সাহিত্যে তাঁর অসাধারণ অবদানের জন্য স্মরণীয়। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি অর্জনকারী এই বিদগ্ধ মনীষী “জ্ঞান ইসলামীকরণ”-এর ধারণা প্রচলন করে মুসলিম জগতে এক নবজাগরণের সূচনা করেন। শিক্ষাক্ষেত্রে তাঁর কর্মজীবন ছিল বৈচিত্র্যময় ও প্রভাবশালী। ঢাকা, রাজশাহী, করাচি, এবং হার্ভার্ডসহ বহু নামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন তিনি। ১৯৮০ সালে সৌদি আরবের জেদ্দায় বিশ্ব ইসলামী শিক্ষা কেন্দ্রের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং কেমব্রিজের ইসলামিক একাডেমি প্রতিষ্ঠা করেন। মৃত্যুর পূর্বে তিনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর সাহিত্যকর্মের মধ্যে ইসলামী শিক্ষা ও সংস্কৃতি নিয়ে লেখা বই যেমন ক্রাইসিস ইন মুসলিম এডুকেশন এবং নিউ হরাইজনস ইন মুসলিম এডুকেশন বিশেষভাবে উল্লেখযোগ্য। পাশাপাশি তিনি কবিতা, সমালোচনা ও প্রবন্ধ রচনায়ও সিদ্ধহস্ত ছিলেন। তাঁর কাব্যগ্রন্থ চৈত্র যখন, বিসংগতি, এবং হিজরত বাংলা সাহিত্যে বিশেষ মূল্যবান।
ইসলামি জীবনদর্শন ও আধুনিক শিক্ষার সেতুবন্ধন তৈরিতে তাঁর অবদান চিরস্মরণীয়। সৈয়দ আলী আশরাফ ছিলেন এক অনন্য দার্শনিক, যিনি জ্ঞান ও মানবতার মাঝে এক অক্ষয় আলোকবর্তিকা হয়ে আছেন।