ইসমাইল হোসেন সিরাজী (১৮৮০-১৯৩১) ছিলেন লেখক, বাগ্মী ও কৃষক নেতা। সিরাজগঞ্জে জন্ম নেওয়া সিরাজী আর্থিক অসচ্ছলতার কারণে প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা অর্জন করতে না পারলেও আত্মশিক্ষার মাধ্যমে অসাধারণ মেধার পরিচয় দেন। লেখালেখি ও বক্তৃতার মাধ্যমে তিনি বাংলার মুসলিম সমাজকে জাগিয়ে তোলার চেষ্টা করেন। সাম্প্রদায়িকতা পরিহার করে তিনি সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে হিন্দু-মুসলিম ঐক্যের ওপর গুরুত্ব দিয়েছিলেন।
তিনি বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলে যুক্ত ছিলেন, যেমন ভারতীয় জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ, স্বরাজ পার্টি ও কৃষক সমিতি। তাঁর রচনায় ইসলামী ঐতিহ্য ও সংস্কৃতি উদ্দীপনার পাশাপাশি আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তার কথা উঠে এসেছে। সিরাজী সিরাজগঞ্জে কৃষক আন্দোলনে ভূমিকা রাখেন এবং জমিদার-মহাজন বিরোধী লড়াইয়ে কৃষকদের সংগঠিত করেন।
তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে আছে কাব্যগ্রন্থ অনল প্রবাহ, স্পেন বিজয় কাব্য, উদ্বোধন এবং উপন্যাস রায়নন্দিনী, তারাবাঈ, ফিরোজা বেগম। তাঁর রচনা ও নেতৃত্ব বাংলার সমাজ ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।