proggapath, progga, bangla literature, bangla kobita, bangla golpo, babgla story, romantic golpo, সৈয়দ শামসুল হক, Syed Shamsul Haque, প্রজ্ঞাপাঠ

সৈয়দ শামসুল হক

সৈয়দ শামসুল হক (১৯৩৫-২০১৬) ছিলেন একজন বহুমাত্রিক প্রতিভাধর সাহিত্যিক, যিনি কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, অনুবাদসহ সাহিত্যের সকল শাখায় অসামান্য অবদান রেখেছেন। কুড়িগ্রামে জন্মগ্রহণ করা এই ‘সব্যসাচী’ লেখক তাঁর রচনাশৈলীতে মধ্যবিত্ত জীবনের রূপকার, মুক্তিযুদ্ধের অনন্য রূপায়ণকারী এবং আঞ্চলিক ভাষার গৌরবমণ্ডিত প্রতিষ্ঠাতা। তাঁর উল্লেখযোগ্য নাটক “পায়ের আওয়াজ পাওয়া যায়” এবং “নূরলদীনের সারাজীবন” আজও প্রাসঙ্গিক।

তিনি বাংলা সাহিত্যে প্রথমবারের মতো জাদুবাস্তবতার পরিচিতি এনে দেন ‘রক্ত গোলাপ’ উপন্যাসে এবং বাংলা ভাষার শব্দভাণ্ডার সমৃদ্ধ করেন। তাঁর রচিত “আমি জন্মেছি বাংলায়” কবিতাটি আবালবৃদ্ধবণিতার হৃদয় স্পর্শ করে। চলচ্চিত্র জগতেও তিনি শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে খ্যাতি অর্জন করেন।

সাহিত্যে অবদানের জন্য সৈয়দ হক বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদকসহ বহু সম্মাননা লাভ করেন। ২০১৬ সালে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

  • তাস

    by Proggapath

    দু খানা দশ হাত বারো হাত কামরার সামনে এক চিলতে বারান্দা আর বিশ্রী রকমের ছোট এক দরোজা এক জানালা দিয়ে রান্নাঘর। রান্নাঘর বলতে ওই, ভাঁড়ার বলতেও ওই । শোবার ঘর …

    0 FacebookTwitterPinterestWhatsappTelegramCopy Link