
তাহসিন মিয়াজি
তাহসিন মিয়াজি ২০০৭ সালের ১৭ই মার্চ কুমিল্লার লাকসাম উপজেলার নাড়িদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই বই তার নিত্যসঙ্গী, যা তাকে ধীরে ধীরে টেনে নিয়েছে শব্দের গভীর জগতে। এখন শব্দ তার চিরসঙ্গী—কখনো কবিতায়, কখনো গল্পে কিংবা প্রবন্ধের মাধ্যমে তিনি তার সাহিত্যচর্চা অব্যাহত রেখেছেন। এখন লেখালেখি হয়ে উঠেছে তার জীবনের অন্বেষা—আত্মার সঙ্গে মহাবিশ্বের এক অন্তহীন আলাপন।