
তারিকুল আমিন
তারিকুল আমিন (টারজান) কবিতা, গল্প ও প্রবন্ধে সমান স্বচ্ছন্দ এক তরুণ লেখক। শৈশবেই শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে শিল্পভুবনে প্রবেশ, পরবর্তীতে নাটক, আবৃত্তি ও লেখালিখির মাধ্যমে গড়ে তুলেছেন নিজস্ব পথচলা। ‘টোকাই নাট্য দল’ থেকে শুরু করে কণ্ঠশীলন ও নান্দনিক নাট্য সম্প্রদায়ের মঞ্চে, কিংবা পত্র-পত্রিকার পাতায়—সবখানেই তাঁর অদম্য উপস্থিতি। শিশুদের জন্য রচিত প্রথম বই এলিয়েন খাবে পান্তাভাত তাঁর কল্পনার আলোকছটা ছড়িয়ে দিয়েছে নতুন প্রজন্মের পাঠকের মনে। শিল্প, সাহিত্য ও অভিনয়ের এই বহুমাত্রিক সংলাপেই তিনি খুঁজে পান জীবনের ছন্দ।