প্রগতিশীল আধ্যাত্মিকতার প্রভাবশালী লেখক এস. এম. জাকির হুসাইন ১৯৭১ সালের ৩১ অক্টোবর খুলনার এক ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন। জ্ঞানচর্চা ও লেখালেখির প্রতি অনুরাগ তার শৈশব থেকেই। ২৩ বছর বয়সে লেখালেখি শুরু করে এখন পর্যন্ত তিনি ৩৬০টি বই লিখেছেন, যা সাহিত্য, ইতিহাস, আধ্যাত্মিকতা, ভাষা শিক্ষা, ম্যানেজমেন্ট, গণিত, দর্শন, মনস্তত্ত্বসহ বিভিন্ন বিষয়ে বিস্তৃত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ম্যানেজমেন্ট সায়েন্সে এমবিএ ও এমফিল সম্পন্ন করা এস. এম. জাকির হুসাইন ফলিত ভাষাবিদ্যায় মাস্টার্স এবং কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ে এমএসসি ডিগ্রিধারী। পেশাগত জীবনে শিক্ষকতা, ম্যানেজমেন্ট কনসালটেন্সি এবং সফটওয়্যার ডেভেলপমেন্টে যুক্ত থাকলেও তার মূল পরিচয় একজন লেখক হিসেবে।
তার লেখা ইংরেজি ভাষা শিক্ষার বইগুলো বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়। পাশাপাশি, “বাংলাভাষা পরিক্রমা”, “ধ্যানের শক্তি ও নবজীবন”, “অন্ধকারের বস্ত্রাহরণ” ও “গোপন মৃত্যু ও নবজীবন” প্রভৃতি বই তাকে পাঠকদের কাছে বিশেষভাবে প্রিয় করে তুলেছে। ভাষার উপর অসাধারণ দখল এবং বহুমুখী চিন্তার কারণে এস. এম. জাকির হুসাইন বাংলাদেশের সাহিত্যে অনন্য স্থান করে নিয়েছেন।